ভুয়া, উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা খবর প্রকাশে প্রতিবাদ ও নিন্দ
বাংলাদেশ পেপার, টিটিএন,নিউজনাউ২৪সহ বেশ কিছু গণমাধ্যমে ‘ভিপি নুরের সহযোগী ইয়াবাসহ আটক !’ উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ , কক্সবাজার জেলা৷
এক যৌথ প্রতিবাদ বার্তায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কক্সবাজার জেলার সভাপতি রবিউল হোসেন ও দপ্তর সম্পাদক ইউসুপ নূরী বলেন, নুরুকে জড়িয়ে পরিকল্পিত, একপেশে অপপ্রচার করে আবারো দায়িত্বহীনতার নজির সৃষ্টি করল টিটিএন, বাংলাদেশ পেপার ও নিউজ নাউ২৪ সহ বেশ কিছু গণমাধ্যম। প্রতিবেদনগুলোতে কোনো প্রকার যাচাই বাছাই বা তথ্য প্রমাণ ছাড়াই ভিন্ন কিছু ঘটনাকে আড়াল করতে এবং এই ন্যাক্কারজনক ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কিছু চাটুকার সাংবাদিক পরিকল্পিত মিথ্যাচারকে হুবহু প্রকাশ করা হয়েছে।
সুকৌশলে এ ঘটনার সাথে ছাত্র অধিকার পরিষদকে জড়ানো হয়েছে। কিন্তু এ ঘটনার সাথে ছাত্র অধিকার পরিষদের দূরতম কোনো সম্পর্ক নেই। কক্সবাজার সদরের আওতাধীন ঈদগাহ সাংগঠনিক উপজেলায় এখনো কোনো কমিটি গঠন করা হয় নি এবং অনেক নিউজ পোর্টালে তাকে ক্রীড়া সম্পাদক হিসাবে আখ্যায়িত করা হয়েছে যা সম্পূর্ণ ভূল তথ্য৷ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কক্সবাজার জেলার ক্রীড়া সম্পাদক জায়েদ বোরহান৷ মিথ্যা, ভিত্তিহীন এই তথ্যের অনুসন্ধান করতে গেলে ডাকসু ভিপি নুর ও কউক চেয়ারম্যান লে কর্নেল অব ফোরকান আহমেদসহ বেশ কিছু যুবলীগ নেতার সাথে তার ছবি খুঁজে পাওয়া যায়, যা একটি মহল প্রচার করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে স্বনামধন্য মানুষের মানহানি করার চেষ্টা করছে৷
এমন দায়িত্বহীন কর্মকাণ্ড কোনোভাবেই সুস্থ সাংবাদিকতার পরিচায়ক নয়। একটি অন্যায় কাজকে আড়াল করা মানে আরেকটি অন্যায়কে উৎসাহিত করা। দুর্ভাগ্যবশত কক্সবাজারের জনপ্রিয় গণমাধ্যম টিটিএন,নিউজ নাউ ২৪ ও বাংলাদেশ পেপার এর মতো কিছু গণমাধ্যমের নিকট হতে এমন দায়িত্বহীন সাংবাদিকতা দেখতে হচ্ছে কক্সবাজারবাসীকে, যা কোনোভাবেই কাঙ্খিত নয়।
অবিলম্বে ভিপিনুরকে জড়িয়ে বানোয়াট প্রতিবেদন প্রত্যাহার, যথাসময়ে আমাদের প্রতিবাদটি প্রচার এবং এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হচ্ছে৷
প্রেস বিজ্ঞপ্তি