কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কাজের আওতায় কক্সবাজার শহরের লালদীঘি পশ্চিম পাড়স্থ পূণ: নির্মিত জামে মসজিদ উদ্বোধন করেছেন কউক চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ (এলডিএমসি-পিএসসি)।
শুক্রবার ৪ ডিসেম্বর পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে নব নির্মিত লালদীঘির পশ্চিম পাড় জামে মসজিদ উদ্বোধনের সময় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কউক এর প্রকল্প পরিচালক লে: কর্নেল আনোয়ার উল ইসলাম, কউক সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। লালদীঘির দক্ষিণ পশ্চিম পাড়ের কোনায় আগে থাকা জামে মসজিদটি এখন নব নির্মিত দালানে স্থানান্তর করা হয়েছে।
১৭ কোটি ৫ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) শহরের লালদীঘি সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কাজ করছে। একাজ ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২০ সালের সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের ফেব্রুয়ারিতে সমাপ্ত হওয়ার সম্ভবনা রয়েছে।
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Discussion about this post