প্রেম মানে না বয়স, সময়। কিন্তু প্রেম একবার হয়ে যাওয়ার পর বিয়ের জন্য কতটা সময় নেবেন আপনি? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দায় একজনকে তো নিতেই হবে। তাই বলে, এ কারণে মামলা? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে জাম্বিয়ায়।
দীর্ঘদিন ধরে প্রেম করছেন। কিন্তু প্রেমিক এখনো বিয়ের প্রস্তাব দেয়নি। রাগে-ক্ষোভে মামলা করে দিয়েছেন প্রেমিকা। জানা গেছে গারট্রুড এনগোমা নামের এই নারী প্রায় আট বছর ধরে প্রেম করছেন। কিন্তু তারপরও প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন না। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি গারট্রুড। বাধ্য হয়েই প্রেমিককে আদালতের শরণাপন্ন করেছেন তিনি।
গারট্রুড এনগোমা জানান, তার প্রেমিক সালিকি তাকে বিয়ে করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু প্রায় এক দশক পার হলেও সে কথা রাখেনি। এর মধ্যে তাদের একটি সন্তানও হয়েছে। গারট্রুডের মতে, এতে তার সময় নষ্ট হয়েছে। এছাড়া তিনি ধারণা করছেন, প্রেমিক তার সঙ্গে প্রতারণা করেছেন।
প্রেমিকের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্থানীয় একটি পত্রিকায় গারট্রুড এনগোমা বলেন, ‘সে আমার ব্যাপারে কোনো দিনও গুরুত্ব দেয়নি। এ কারণেই তাকে আদালতের শরণাপন্ন করেছি। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা জানতে চাই।’
অন্যদিকে সালিকি আর্থিকভাবে খুব বেশি স্বচ্ছল নয়। এ কারণে তিনি এখনই বিয়ে করতে অপারগ। তার অভিযোগ, ‘গারট্রুড তার চাহিদার ব্যাপারে উদাসীন।’
এদিকে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও কোনো সমাধান দিতে পারেননি বিচারক। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তারা আইনত বিয়ে করেননি তাই বিষয়টি তদের নিজেদেরই সমাধান করতে হবে।
দিল্লিতে ছেলেকে জোর করে মেয়ে বানিয়ে টানা ৩ বছর ধর্ষণ!
আবারও এক নির্মম ঘটনার সাক্ষী হল ভারতের রাজধানী দিল্লি। সেখানে ১৩ বছরের এক কিশোরকে জোর করে লিঙ্গ পরিবর্তন করিয়ে...
Discussion about this post