প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কোটি কোটি মানুষের দেহে। আক্রান্ত হয়ে চিরতরে চলে গেছেন, এমন মানুষের সংখ্যাও ছাড়িয়ে গেছে কোটির ঘর। পুরো বিশ্ব কার্যত স্থবির। এমন অসংখ্য ক্ষতির মুখোমুখি মানব জাতি, যার অন্যতম একটি হলো শিক্ষা কার্যক্রমে স্থবিরতা।
মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩২ কোটি স্কুল বন্ধ হয়েছে। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্ক) এমনই পরিসংখ্যান প্রকাশ করেছে। অনেক দেশে শিশুরা করোনার কারণে ৯ মাসেরও অধিক সময় ধরে স্কুলে যেতে পারছে না।
সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, শুধু নভেম্বর মাসেই বন্ধ হয়ে গেছে ৯ কোটি স্কুল। এছাড়া এমন অসংখ্য স্কুল আছে যেগুলো গত ১০ মাস ধরে বন্ধ। বিষয়টা শিশুদের মনোজগতে মারাত্মক প্রভাব ফেলছে। তাদের মানসিক বিকাশ স্থবির হয়ে যেতে পারে। যখন নতুনভাবে পাঠদান শুরু হবে তখন তাদেরকে আগের মানসিক অবস্থায় ফিরিয়ে আনাটা হবে ভীষণ চ্যালেঞ্জের।
এ প্রসঙ্গে (১১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেন, আমরা জানি, শিশুরা করোনাভাইরাসে আক্রান্ত হন খুবই কম। কিন্তু অন্য দিক থেকে তাদের যে ক্ষতি হচ্ছে সেটা আরো ভয়াবহ। বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। করোনার এই ভয়াল সময়ে বিশ্বের প্রতি ৫ জন শিশুর একজন স্কুলে যেতে পারছে না। এ অবস্থা থেকে তাদেরকে উদ্ধারের বিকল্প খুঁজতে হবে।
ছাগলের চামড়ার জুতার দাম ৪৩ লাখ টাকা
সম্প্রতি এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে। যার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। জুতাটি হীরা অথবা...
Discussion about this post