আমিনুল ইসলামঃ
বহুল প্রত্যাশিত কক্সবাজার প্রধান সড়কের কাজ শুরু হচ্ছে চলতি মাসের মাঝামাঝি সময়ে । যা শেষ হবে পরবর্তী বছরের মার্চ মাসে। এমনটি জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে কর্ণেল (অব.) ফোরকান আহমদ।
কক্সবাজার শহরের প্রধান সড়কের বেহাল অবস্থার অবসান হচ্ছে নতুন বছরের শুরুতে। সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এই সড়কের কাজ শুরু করবে দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই। জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে পরবর্তী বছরের মার্চ মাসেই উক্ত কাজের সমাপ্তি হবে বলে জানান কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রধান সড়কের কাজের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার রাজু আহমেদ জানান, রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করবেন তারা। এছাড়াও এই সড়কের কাজে নিয়মিত কাজ করবে কয়েক শত শ্রমিক। যার ফলে দ্রুত কাজ শেষ হবে বলে তারা আশা ব্যক্ত করেন।
রাজু আহমদ আরও জানান, এই প্রকল্পের কাজ চলবে ফুল সুইং পদ্ধতিতে। যার ফলে নির্ধারিত সময়ের আগেই কাজ বুঝিয়ে দেওয়ার চিন্তা করছেন তারা। এছাড়াও রাস্তার একপাশের কাজ করলে অপরপাশ দিয়ে মানুষের চলাচল থাকবে বলে জানান তিনি।
এদিকে কয়েক বছরে ধরে পর্যটন শহর কক্সবাজারের প্রধান সড়কের বেহাল দশার কারণে নিয়মিত দূর্ভোগে ছিল কক্সবাজারে ঘুরতে আসা পর্যটক সহ স্থানীয়রা। ঘুরতে আসা পর্যটক এবং স্থানীয়দের একমাত্র আশা ও আকাংকা ছিল কক্সবাজারের এই প্রধান সড়ক।
স্থানীয় বাসিন্দা নাঈম উদ্দিন প্রধান সড়কের বিষয়ে বলেন, কউক যেহেতু কাজ শুরু করবে সেহেতু ধরে নেওয়া যায় এই কাজের সুফল কক্সবাজারের মানুষ পাবে। তবে আশা করি দ্রুত সময়ে এই কাজ শেষ করে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলবেন।
বৈধ-অবৈধ এসব যানবাহনের কারণে বর্তমানে কক্সবাজারের প্রধান সড়কে নিয়মিত যানজট লেগে থাকছে। এসব সঠিক উদ্যােগ না থাকায় র্দুভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন সেহেতু আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি ওই নগরের উন্নয়নে।
কউক চেয়াম্যান আরও জানান, প্রধান সড়কের এই কাজ স্থায়ীভাবে করতে হবে, তাই কিছু নকশার পরিবর্তন এবং পরিবর্ধন করার কারণে কাজ শুরু করতে কিছু সময় দেরি হচ্ছিল। তবে এই মাসেই প্রধান সড়কের কাজ শুরু হবে। যা পরবর্তী বছরের মার্চে শেষ হবে।
লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ আরও জানান, কক্সবাজার প্রধান সড়ক হবে আধুনিক ও উন্নত দেশের মতো। প্রায় পঞ্চাশ ফিট প্রস্থের এই প্রধান সড়কের দুইপাশে ফুটপাত এবং লাইটিং এর ব্যবস্থা রাখা হচ্ছে।
Discussion about this post