কক্সবাজারের সাবরং ট্যুরিজম পার্কে ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে বেসরকারি কোম্পানি সানসেট বে লিমিটেড।
জানা গেছে, হোটেলটি নির্মাণে ১৯ দশমিক দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সানসেট বে লিমিটেড। এতে সুইমিংপুলসহ আবাসিক হোটেলের সবধরনের সুবিধা থাকবে এবং ৩৫০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ঢাকায় বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও সানসেট বে লিমিটেডের মধ্যে জমির লিজ চুক্তি সই হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
প্রসঙ্গত, সাবরাং ট্যুরিজম পার্কটি দেশের সর্বদক্ষিণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত। এর আয়তন এক হাজার ৪৭ একর। পার্কটি ঢাকা থেকে ৪৫০ কিলোমিটার ও কক্সবাজার শহর থেকে ৮২ কিলোমিটার দূরে অবস্থিত। মেরিন ড্রাইভের মাধ্যমে ট্যুরিজম পার্কের সাথে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে।
Discussion about this post