বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)- এর একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দল চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্ব খারিজ করে দিয়েছে। মঙ্গলবার দলটির প্রধান বলেছেন, চীনা শহর উহানের গবেষণাগার থেকে করোনার ছড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারে কম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। সংক্রমণের খবর প্রকাশের পর বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, ভাইরাসটি সম্ভবত চীনের উহান শহরের কোনও এক বাজারের বন্যপ্রাণীর শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে আসছে। সঙ্গে আরও কিছু পশ্চিমা দেশ এই ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের দাবি তুলেছিল।
চীন সফররত ডব্লিউএইচও’ তদন্ত দলের প্রধান পিটার বেন এম্বারেক মঙ্গলবার গবেষণাগার থেকে করোনার ছড়িয়ে পড়ার বিষয়টি নাকচ করে বলেছেন, উৎস শনাক্তে আরও অনেক কাজ প্রয়োজন।
এম্বারেক এক সংবাদ সম্মেলনে জানান, তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। তবে তা মহামারির পরিস্থিতির ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনেনি।
তিনি আরও জানান, উৎস অনুসন্ধানের তদন্ত বাঁদুড়ের প্রাকৃতিক বলে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু উহানে এভাবে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম।
ড. এম্বারেক বলেছেন, ২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথম শনাক্ত হওয়ার আগে ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে বলে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
চীনের স্বাস্থ্য কমিশনের বিশেষজ্ঞ লিয়াং ওয়ানিয়ান জানান, উহানে শনাক্ত হওয়ার আগে অন্য অঞ্চলে করোনার উপস্থিতি থাকতে পারে।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৭০ লাখ ৩ হাজার ৫২৬। এর মধ্যে মারা গেছে ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৬৪৬ জন।
Discussion about this post