আফগানিস্তানের পর বাংলাদেশ ক্রিকেটে যোগ হলো উইন্ডিজ লজ্জা। দুর্বল প্রতিপক্ষের কাছে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াতে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এভাবে চলতে পারে না।
রোববার দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হারের পর সংবাদমাধ্যমে কথা বলার সময় এসব কথা বলেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, একঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে এসেছিল ক্যারিবীয়রা। যাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সহজেই হোয়াইটওয়াশ করে টাইগাররা। তবে টেস্ট সিরিজে অন্য ফল। এমন পারফরম্যান্স অতিরিক্ত আত্মবিশ্বাসই দায়ী।
তিনি আরো বলেন, ওয়ানডে সিরিজ জিতে নেয়ার পর আমরা ধরেই নিয়েছিলাম, সহজে জিতে যাব।
ক্রিকেটারদের মাঠের শরীরী ভাষা নিয়েও প্রশ্ন তুলেছেন পাপন। চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, রিউভ নিচ্ছে না, বাজে বোলিং করছে। ক্যাচ ফেলে দিচ্ছে।
ঢাকা টেস্টের প্রসঙ্গ আসতেই পাপন বলেন, এখানে এসে প্রথম ইনিংসে ব্যাটিং দেখেই আমি হতাশ। টোটালি হতাশ। সিরিজ হারের জন্য কোচ ও অধিনায়কের কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানান তিনি।
সাকিব আল হাসান ছিটকে যাওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদকে না নিয়ে সৌম্য সরকারকে দলে নেয়ার ব্যাপারেও প্রশ্ন তুলেছেন পাপন। তিনি বলেন, আমি চেয়েছিলাম মাহমুদউল্লাহ রিয়াদকে, ওরা নিয়েছে সৌম্যকে।
দুই টেস্টে একজন করে বিশেষজ্ঞ পেসার খেলিয়েছে বাংলাদেশ। অথচ স্কোয়াডে আছে পাঁচ জন পেসার। তাদের না খেলানোর কোনো যুক্তি দেখছেন না বিসিবি প্রধান।
তিনি বলেন, একটা ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যে, আমাদের বোলারদের মধ্যে স্পিনারদের চেয়ে পেসাররা ভালো। সাকিবকে বাদ দেন। এছাড়া স্পিনার কয়টা আমাদের? দুই তিন জন, কিন্তু আমাদের অনেক ভালো পেসার আছে। এমনেও তো পাঁচটা পেসার আছে। কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল খেলে নাই। এখানেও অন্তত দুইজন খেলবে আমাকে নিশ্চিত করেছিল। কিন্তু খেলে নাই, কেন? আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে তো দেখি নামছে না। শুধু কোচ, অধিনায়ক না সবার কাছেই জবাব চাইব।
এসময় আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।
উইন্ডিজদের কাছে প্রথম টেস্ট ৩ উইকেটে হারে বাংলাদেশ। সেটাও প্রথম চার দিন দাপট দেখানোর পর। আর দ্বিতীয় টেস্ট একদিন হাতে থাকতেই বাংলাদেশ হেরে যায় ১৭ রানে। ২০১২ সালের পর প্রথমবারের মতো দেশের মাটিতে সিরিজের সব ম্যাচে হারলো তারা।
এর আগের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে অনায়াসে হারিয়েছিল বাংলাদেশ। এবারও ওয়ানডে সিরিজে করে হোয়াইটওয়াশ।
Discussion about this post