নুর মোহাম্মদ মিন্টু,লামাঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিকদের পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী নোয়াখালী কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান হত্যার প্রতিবাদে সারা দেশের ন্যয় লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সভা চলছে।
সোমবার বিকেল তিনটায় উপজেলা প্রশাসন সম্মুখ সড়কে অনুষ্টিত প্রতিবাদ সভায় লামা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব ও অন্যান্য মিডিয়া সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, মফস্বলের সংবাদ কর্মীরা সমাজের অসঙ্গতির দিক তুলে ধরার পাশাপাশি জনকল্যানে অনেক দিক নির্দেশনা দিয়ে থাকে।
দুর্নীতিবাজদের রাজনীতির নীতিহীন প্রতিযোগিতার বলি হওয়ার জন্য সাংবাদিকরা সমাজকে দায়ী করেন।
সাংবাদিকদের ঠুঁটি চেপে ধরার অপপ্রয়াস বন্ধ করতে হবে।
বক্তারা বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে সংবাদ কর্মীদের সতর্কতার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবিলম্বে বোরহান হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবী জানানো হয়।
সত্য প্রকাশে সাংবদিকরা প্রয়োজনে আরো প্রান দিবে। মিথ্যাচারী, দুরনীতিবাজ, রাষ্ট্রদ্রোহীদের সাথে কোন আপোস নেই বলে হুশিয়ারি উচ্চারন করেন সংবাদ কর্মীরা।
Discussion about this post