সেন্টমার্টিনের একটি রিসোর্ট থেকে বাদশা ওরফে বাচ্চু মিয়া নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার ঢেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে কাজ করতেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দ্বীপের নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজের ১৭ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ৮ জনের একটি টিম সেন্টমার্টিনে ভ্রমণে এসে নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজে ওঠেন। ওইদিন বিকেলে বাচ্চু মিয়ার বুকে ব্যথা অনুভব হলে তিনি স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে তার এক সহকর্মী তাকে ডাকতে গেলে মুখে ফেনা দেখে সে অন্যদের ডাকেন। পরে অন্যরা এসে দেখেন বাচ্চু মিয়া মারা গেছেন।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘দ্বীপের নীল দিগন্ত রিসোর্ট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট এটাকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
আওয়ামী লীগকে বৈধভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না: হানিফ
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগকে বৈধভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না বলেই তারা...
Read more
Discussion about this post