নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই শুরু হবে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন। উক্ত সম্মেলন সভাপতি প্রার্থী ঘোষনা দিয়ে মাঠে রয়েছেন সাবেক এমপি মোঃ আলীর পুত্র তারেক মাহমুদ রনি। তার বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে তার বয়স সীমা ও বিয়ের বিষয় নিয়ে। যদিও তিনি নিজের ফেসবুক আইডিতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন নিয়ে ব্যানার পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা উপজেলার অলিগলি। টক অব দ্য টপ অব টেকনাফ কারা হতে যাচ্ছেন সীমান্ত জনপদ টেকনাফ উপজেলা ছাত্রলীগের আগামীর কাণ্ডারি। সরগরম চায়ের দোকান থেকে শুরু করে যেকোনো ধরণের আলাপসালাপে ঠাঁই করে নিচ্ছে আজকের সম্মেলন। বহুমুখী বিশ্লেষণ, জল্পনা কল্পনা, ভবিষ্যদ্বাণী সবকিছুর চুলচেরা যাচাই-বাছাই চলছে মহোৎসবে। মূলত আলোচনার কেন্দ্রবিন্দু সভাপতি পদে কে আসছেন। নতুন নেতৃত্বের জয়গান গাওয়া সদ্য প্রয়াত সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী পুত্র সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি নাকি অন্য কেউ?
বাংলাদেশ ছাত্রলীগ এর নিয়ম ধারা অনুযায়ী একজন ছাত্রলীগের কর্মী অথবা প্রার্থীর বয়স হতে হয় সর্বোচ্চ ২৯বৎসর এবং অবশ্যই অবিবাহিত হতে হয়।
সভাপতি প্রার্থী তারেক মাহমুদ রনি’র দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে রয়েছে ঝাপসা। প্রতিবেদকের হাতে দুটি প্রমান স্বরুপ যুগল ছবি ও ফেসবুক পোস্টের স্ক্রীনশট রয়েছে যার মধ্যে একটি ” Tareque Mahmud Rony” নামের তার ফেসবুক আইডি হতে বিগত সেপ্টেম্বর ৩০ তারিখ ২০১৮ সনে তিনি ৩ বছর বিবাহ বার্ষিকী পালন করেছেন। বিবাহ বার্ষিকী পালন করেছেন এমন অনুভূতি প্রকাশ করেছেন নিজের ব্যবহ্ত ফেসবুক আইডিতে। আরেকটি পোস্টে একই সনে ফেব্রুয়ারির ১৩ তারিখে ফেসবুক পোস্টে ভালবাসা প্রকাশ করেছেন তার স্ত্রীর প্রতি। এই দুটি পোস্টে তিনি যে বিবাহিত তা সন্দেহ করা মোটেও কম হবেনা। যদিও এই পোস্টগুলো পরবর্তীতে খুজে পাওয়া যায়নি।
তাছাড়া তার জাতীয় পরিচয় নম্বর ১৯৯০২২১২০৩১০০০১৯২। উক্ত আইডি পত্র অনুযায়ী জন্ম তারিখ ১ই মে ১৯৯০ইংরেজি। বর্তমান বয়স হিসাব করলে মিলে ৩০বৎসর ৮মাস।
বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের দাবি, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সকল প্রার্থীদের বৈধতা চ্যালেন্জ করা হউক। খতিয়ে দেখা হউক তাদের বয়স ও অন্যান্য বিষয়ে। টেকনাফ উপজেলার ছাত্রলীগের অভিভাবক যেন একজন স্বচ্ছ ব্যক্তি হই সেজন্য কক্সবাজার জেলা ছাত্রলীগ সহ টেকনাফের সকল ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি তারা আহবান জানিয়েছেন।
এই ব্যাপারে জানতে তারেক মাহমুদ রনিকে তার মুঠোফোন কল দিয়ে পাওয়া যায়নি। উক্ত প্রতিবেদন লিখার আগ পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও তিনি তার ফেসবুক ওয়ালে চ্যালেঞ্জ করেছেন বিবাহের বিষয়টি নিয়ে। তিনি লিখেছেন ১০লক্ষ টাকা পুরস্কার প্রদান করবেন তিনি বিবাহিত কেউ প্রমানিত করতে পারলে।
Discussion about this post