রাজধানীর আজিপুর এলাকার বাসিন্দা শিশ মোহাম্মদ মহির শকের বসে একটি বিড়াল লালন-পালন করেন। সব সময় বিড়ালটির আদাল যত্ন ও খেয়াল রাখেন। কিন্তু রবিবার (২৮ ফেব্রুয়ারি) বাসা বদলের সময় ১৫ তলার জানালার কার্নিশে বিড়ালটি আটকে যায়।
অনেক চেষ্টা করেও বিড়ালটি উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দেন মহির। মহির ফোন পেয়ে ৯৯৯ রবিনহুড দ্য এনিমেল রেস্কিউয়ার টিম সঙ্গে যোগাযোগ করে। আর খবর পেয়ে সঙ্গে রবিনহুড দ্য এনিমেল রেস্কিউয়ার টিম ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ১ ঘণ্টা উদ্ধার চেষ্টা চালিয়ে বিড়ালটি উদ্ধার করে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুর আড়াইটার দিকে মহির আমাদের ফোন দিয়ে ঘটনাটি জানায়। সঙ্গে সঙ্গে আমরা রবিনহুড দ্য এনিমেল রেস্কিউয়ার টিম’র সঙ্গে যোগাযোগ করি। পরে তারা ঘটনাস্থলে গিয়ে বিড়ালটি উদ্ধার করে।
এ বিষয়ে রবিনহুড আফজাল খান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বিড়ালটি ২০ তলা বিল্ডিংটির ১৫ তলার কার্নিশে আটকিয়ে আছে। প্রথমে আমরা ড্রোন দিয়ে বিড়ালটির অবস্থান আগে নিশ্চিত করি। দ্বিতীয় ধাপে নিচে আটকিয়ে যাতে করে বিড়ালটি উদ্ধার করার সময় নিচে পড়ে গিয়ে হতাহতের শিকার না হয়। পরে আমিসহ আমার টিমের ১০-১২ জনের একটি টিম টানা ১ ঘণ্টা ধরে চেষ্টা করে বিড়ালটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, পশু পাখিকে উদ্ধার নয় অনেক সময় আহত পশু-পাখিকে আমরা উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য পশু হাসপাতালে নিয়ে যায়।
মহেশখালীর দুই প্রতিবন্ধীর পাশে জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর দুই প্রতিবন্ধীর পাশে দাড়ালেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দুই...
Read more
Discussion about this post