করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আবারো প্রচার-প্রচারণায় কাজ করে যাচ্ছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে পৌর শহরের থানা মোড় ও ডলি-কলি স্টোরের সামনে জনসাধারণদের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় দেখা গেছে, প্রশাসন ও পুলিশের উপস্থিতি দেখে মাস্কবিহীন পরিবহন মালিক, শ্রমিক ও পথচারীরা ভয়ে মাস্ক ব্যবহারের বিকল্প ব্যবস্থা হিসেবে গামছা দিয়ে মুখ ঢেকে রাখেন। মাস্ক ব্যবহারে অনীহা প্রকাশ করে পথচারীরা নানা ধরণের অজুহাতের কথাও জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আবদুল্লাহ আল রনী জানান, রবিবার দুপুরে মাস্ক ব্যবহার নিশ্চত করার লক্ষে প্রচারণা চালানো হয়েছে। এসময় পথচারীরা মাস্ক ব্যবহার না করায় বেশ কয়েকজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রমে তৎপর রয়েছেন উপজেলা প্রশাসন। এ ধরণের অভিযান চলমান থাকবে।
Discussion about this post