©শাহী কামরানঃ আসন্ন পবিত্র রমজান মাস কে সামনে রেখে অসাধু ও কালো বাজারি ব্যবসায়ীরা নড়েচড়ে বসেছে। বিশেষ করে কাচাঁ বাজার ও মুদি ব্যবসায়ীরা ইচ্ছেমত মূল্য আদায় করছে। দোকানে মূল্য তালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রী করা সহ রয়েছে নানা অভিযোগ।
অদ্য ২৪ই মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে, কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে , কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বড় বাজার এলাকার হোসেন এন্ড ব্রাদার্সকে মূল্য তালিকা না রাখার অপরাধে
১হাজার টাকা জরিমানা। সাগরিকা হোটেলকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ২হাজার টাকা। মমতাজ পোল্ট্রি ও মায়ের দোয়া পোল্ট্রিকে এবং সালমা পোল্ট্রি কে মূল্য তালিকা না রাখার অপরাধে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এসময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয় এবং পান বাজার রোড ও এন্ডারসন রোডের বিভিন্ন জুয়েলারির দোকানে তদারকি করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন সদর থানার এক দল চৌকস সদস্য।
কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন দৈনিক সমুদ্রকণ্ঠ কে জানান,পবিত্র রমজান মান কে সামনে রেখে জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।
Discussion about this post