হেফাজতে ইসলাম বাড়িঘর ভাঙচুর, গাড়ি ভাংচুর করেছে। এটি কোনোভাবেই সমর্থন করি না। হেফাজত আন্দোলনের নামে যা করেছে এর বিরোধিতা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হেফাজতে ইসলামকে বলবো ভালো হয়ে যান। আওয়ামী লীগের ঘুষের টাকায় চইলেন না। আওয়ামী লীগ হেফাজতে ইসলামকে মাথায় তুলেছে। এই আওয়ামী লীগ যখন মাথা থেকে ফেলে দিবে তখন টের পাবে হেফাজতে ইসলামের সমর্থকরা।
বুধবার (৩১ মার্চ) ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শ্রমিক নেতা কমরেড আলাউদ্দিন আহমেদ স্মরণে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ হেফাজতকে অন্ধকুপে রাখতে চায় উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, তারা আপনাকে অন্ধকুপে রাখতে চায়। আমরা আলোকিত মাদরাসা চাই। আলোকিত মাদরাসা কী, সেখানে বিজ্ঞান পড়ানো হবে, বাংলা পড়ানো হবে, অংক পড়ানো হবে এবং কম্পিউটার শেখানো হবে।
তিনি আরও বলেন, আমাদের দুঃখের দিন শেষ করতে হবে। নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকে গড়তে হবে। আজ প্রতিটি ক্ষেত্রে অন্যায়-অবিচার চলছে। সবাইকে মনে রাখতে হবে, অন্যের দয়ার ওপর রাষ্ট্র গড়বে না। আমাদের সাহস নিয়ে আসতে হবে।
Discussion about this post