সরকার ঘোষিত সাত দিনের নিষেধাজ্ঞার মধ্যে রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি খুলতে শুরু করেছে দোকানপাট। বুধবার (৭ এপ্রিল) রাজধানীর হাতিরপুল, কাটাবন ও নিউমার্কেট এলাকা ঘুরে এমনটিই দেখা যায়। এছাড়া সড়কে গণপরিবহন চলাচল করলেও এসব যানবাহনে যাত্রী সংখ্যা কম দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, সকালে হাতিরপুলের বীর উত্তম সিআর দত্ত রোডের কিছু কিছু দোকান খুলতে দেখা যায়। এসব দোকানে কিছু ক্রেতারও উপস্থিতি চোখে পড়ে। কিছু দোকান অর্ধেক খোলা অবস্থায় দেখা গেছে।
তবে জানতে চাইলে, দোকান বন্ধ করে দেন একাধিক দোকানদার।
ব্যক্তিগত গাড়ি নিয়ে নিয়ে হাতিরপুলে সিরামিকস সামগ্রী কিনতে এসেছেন রেহনুমা আক্তার। তিনি বলেন, বাড়ির কাজ চলছে। কিছু জিনিসের সংকট পড়ায় সেগুলো নিতে এসেছি। ভাবছিলাম দোকান খোলা পাই কি না, এখন পেয়ে ভালোই লাগছে।
জানতে চাইলে হাতিরপুলের এক সিরামিক ব্যবসায়ী বলেন, একজন ক্রেতার কিছু অর্ডার জমা ছিলো। তিনি ফোনে যোগাযোগ করে এসেছেন, এজন্য দোকান খুলেছি।
ক্ষোভ প্রকাশ করে আরেক ব্যবসায়ী বলেন, আমাদের দোকানে তো ভীড় নেই, স্বাস্থ্যবিধির কোনো সমস্যা হচ্ছে না। গাড়ি চলতে পারলে দোকান খুলতে সমস্যা কি, করোনা কী শুধু মার্কেটেই থাকে?
করোনার সংক্রমণ মোকাবিলায় গত সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর মধ্যে মঙ্গলবার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
খালেদার সিটি স্ক্যান রিপোর্ট ভালো, বাসাতেই চিকিৎসা
রাজধানীর গুলশানের এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান শেষে বাসায় ফিরেছেন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সিটি স্ক্যান রিপোর্ট ভালো।...
Read more
Discussion about this post