সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে গণিপাড়া নিয়াজী বাড়ির সামনে রাস্তায় পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় সাফায়াত হোসেন রিফাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফায়াত হোসেন রিফাত একই পাড়ার মো. বেলালের ছেলে।
সাতকানিয়া থানার এসআই মোল্যা জাহাঙ্গীর বলেন, নিয়াজী বাড়ির সামনে চার শিশু একসঙ্গে রাস্তা পার হচ্ছিল। তিন শিশু রাস্তা পার হয়ে গেলেও সাফায়াত হোসেন রিফাত সিএনজির ধাক্কায় আহত হন। তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Discussion about this post