হাতি হত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সারাদেশে হাতি চলাচলের ১২টি করিডোর সুরক্ষা এবং সেই করিডোর বন্যপ্রাণী সুরক্ষায় গেজেট ভুক্ত করা কেন হবে না এই মর্মে আজ আদালতে একটি রিট আবেদন করা হয়েছে।
ব্যারিস্টার খান খালিদ আদনান এই রিট করেছেন। বাদী হয়েছেন বন্যপ্রাণী বিষয়ক গবেষক আদনান আজাদ ও বন্যপ্রাণী বিষয়ক আলোকচিত্রী ফারজানা ইয়াসমিন ও খান ফাতিম হাসান।
Leave a Reply