জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি রেড অ্যালার্ট জারি করতে হবে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য টহল ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বিকালে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, সামনে ২৮ ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের কোনো সহিংসতা না হয়, এজন্য দেশব্যাপী সব থানায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। অনুরূপভাবে রাজধানীতেও যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় না ঘটে, সে জন্য সব পুলিশ সদস্যকে টহল ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। এটি পুলিশের একটি চলমান প্রক্রিয়া।
উল্লেখ্য রাজধানী ঢাকাসহ দেশে মঙ্গলবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়।
এমনকী পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করে ২৪ নভেম্বরের মধ্যে নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়। এছাড়া দেশের সব থানাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ঘিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
Leave a Reply