নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর নবনির্মিত অফিস ভবনে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা আবু সুফিয়ান মিলাত পরিচালনা করেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি বলেন, সকল স্তরের মানুষদের নিয়ে কক্সবাজারকে মডেল পর্যটন নগরী গড়ে তোলতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, আওয়ামীলীগের কেন্দ্রী কমিটির ধর্মবিষক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভেকেট ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply