সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার (১২ মার্চ) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে অলরাউন্ডার সাকিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
বিসিবি সভাপতি বলেন, রোববার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে সাকিব। খেলবে দুই ফরম্যাটেই। অর্থাৎ ওয়ানডে ও টেস্টে-উভয় সংস্করণেই তাকে পাওয়া যাচ্ছে।
ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সেই দলে নেই সাকিব। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ছুটিতে আছেন তিনি।
অবশ্য সাকিবকে রেখেই প্রোটিয়া সফরের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। ফলে সেখানে খেলতে তার কোনও বাধা থাকবে না।
কিছুদিন আগে বিসিবিকে চিঠি দেন সাকিব। তাতে জানান, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না তিনি।
এরপর আইপিএলে দল না পাওয়ায় হুট করে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হন সাকিব। তবে পরে আবার না করে দেন। সার্বিক বিবেচনায় তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেয় বিসিবি।
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ মার্চ ওয়ানডে দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরু করবে সফরকারীরা। পরের দুটি হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ।
আর ৩১ মার্চ ডারবানে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল। প্রায় ১ মাসের সফর শেষে ১৩ এপ্রিল দেশে ফেরার কথা টাইগারদের।
ওয়ানডে দল : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।
Leave a Reply