প্রেস বিজ্ঞপ্তি::
শহর পুলিশ ফাঁড়ির অভিযানে দুটি ছোড়াসহ চার কিশোর ছিনতাইকারী গ্রেফতার।
ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে আজ শনিবার (১২ মার্চ) রাত অনুমান সাড়ে তিন ঘটিকার সময় শহর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম কক্সবাজার পৌরসভাস্থ ঝাউবন পউষী এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল (১৯) পিতা মোঃ হোসেন সাং পাটুয়ারটেক ইনানী থানা উখিয়া আইনের সহিত সংঘাতে জড়িত কিশোর অপরাধী মো জসিম (১৬) পিতা ইয়াসিন সাং ঘোনারপাড়া, মো সোহেল(১৬) পিতা সোনা মিয়া সাং সমিতি পাড়া উভয় থানা কক্সবাজার সদর, আমজাদ প্রকাশ সম্রাট (১৬)পিতা আব্দুর রাজ্জাক সাং কলঘর বাজার থানা রামু সর্বজেলা কক্সবাজার দের গ্রেফতার করে তাদের দেহ তল্লাশি করে ০২(দুই) টি টিপ ছুরি উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উক্ত আসামি ও কিশোর অপরাধীরা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসতেছে।
গ্রেফতারকৃত আসামী ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply