চীন কখনো অন্য কোনো দেশের ভেতর সামরিক ঘাঁটি তৈরি করে না। তবে কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে চীন সহায়তা দিয়ে থাকে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
রোববার (১৩ মার্চ) ঢাকার একটি হোটেলে চীন দূতাবাসের আয়োজনে ‘স্প্রিং ডায়ালগ উইথ চায়না’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে খুবই আন্তরিকভাবে কাজ করছি। বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই চীনের ভালো বন্ধু। কিছু উন্নয়ন হয়েছে। শেষ পর্যন্ত ভালো কিছু না হলেও চেষ্টা চলছে, কীভাবে রোহিঙ্গাদের অবস্থার উন্নতি ঘটানো যায়।
জাপানি সংবাদমাধ্যম নিক্কিতে প্রকাশিত বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা করেছে চীন এমন খবর নিয়ে প্রশ্ন করা হলে জবাবে লি জিমিং বলেন, এ রকম খবর খতিয়ে দেখার জন্য বেইজিংয়ে বার্তা পাঠাব।
Leave a Reply