১৩ই মার্চ রাত আনুমানিক ১১ ঘটিকায় র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভাস্থ ১২নং ওয়ার্ডের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে কাজী মোর্শেদ আহম্মেদ বাবু স্মৃতি সড়কে কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। শাহাবুদ্দিন (২৭), পিতা- মোঃ কালু, মাতা- মনজুরা বেগম, সাং- পিএম খালী (ছনখোলা), ২। শাহিন আলম রিয়াজ (১৭), পিতা- মোঃ আব্দুর রহিম, মাতা- রাশেদা বেগম, ৩। রিফাত মিয়া (১৫), পিতা- সৈয়দ আমিন, মাতা- জুলেখা বেগম, ৪। সাদ্দাম হোসেন (১৫), পিতা- অলী আহম্মদ, মাতা- শাখেরা বেগম, উভয় সাং- পূর্ব হামজার ডেইল, ০৬নং ওয়ার্ড, ইউপি-খুরুশকুল,৫। জনি কান্তি নাথ (২৩), পিতা-তপন কান্তি নাথ, মাতা- জবা রাণী দেবী, সাং- ছাগাচড়, ০২নং ওয়ার্ড, ইউপি- দোহাজারী, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- দক্ষিণ হামজার ডেইল সরকার পাড়া (রনি দেব নাথের বাড়ী), ০৬নং ওয়ার্ড, ইউপি- খুরুশকুল, ৬। মোঃ খোকন (২০), পিতা- মৃত জয়নাল, মাতা- খুকু মণি, সাং- বোয়ালি স্কুলের বাজার উত্তর পাড়া, ০৪নং ওয়ার্ড, ইউপি- বাদিয়াখালী, থানা- গাইন্ধা সদর, জেলা- গাইন্ধা, বর্তমান ঠিকানা- পূর্ব হামজার ডেইল (বাবুল সাহেবের বাড়ী), ০৬নং ওয়ার্ড, ইউপি-খুরুশকুল, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের ধৃত করে।
গভীর রাতে উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাবাসাদে তারা কোন সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০২টি ড্যাগার, ০১টি ছুরি ও ০১ টি খুর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি (অস্ত্র) রেখে সিএনজি যোগে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
Leave a Reply