১৫ই মার্চ রাত ১১টা ৩০ মিনিটের সময় র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার সুগন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইস এর বিপরীতে ঝাউবাগানের ভিতরে কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে দ্বীন মোহাম্মদ (২১), সোহেল (২৩), ওবাইদুল হক (২১), সাইফুল (২০) দের ধৃত করে। ধৃত ব্যক্তিদের উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাবাসা করলে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০২টি ড্যাগার ও ০১ টি খুর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি (অস্ত্র) রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
Leave a Reply