কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে নাফ নদী থেকে বাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে
স্থানীয়রা।সে উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে মোহাম্মদ রাসেল (২০) ।সে পেশায় একজন জেলে ।
বুধবার সন্ধ্যায় নাফ নদীর মোহনা ঘোলারচর এলাকা থেকে ওই জেলের লাশ
উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম। তিনি আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর গামী একটি কাঠবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় একটি নৌকা করে শাহপরীর দ্বীপ জালিয়পাড়া এলাকা থেকে কয়েককজন ব্যক্তি ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে ছুটে যান। এসময় রাসেল ডুবে যাওয়া
ট্রলারের ভিতরে আটকে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে বুধবার সন্ধ্যার দিকে ঘোলারচর এলাকায় রাসেলের ভাসমান লাশ পাওয়া যায়। টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান,খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে
গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে ।এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি ।
Leave a Reply