সৌদি আরবে থাকা অল্প কিছু রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২১ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাস আয়োজিত কক্সবাজারে সৌদি আরবের অর্থায়নে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সৌদি আরবে অবস্থানরত অল্প কিছু রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনো বিদেশি নাগরিকদের হাতে পাসপোর্ট দেই না এবং দেওয়ার বিষয়ে আমরা ভুলেও চিন্তা করি না।
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলায় অর্থ সহায়তা দেবে সৌদি আরব। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়াতে আরও সক্রিয় ভূমিকা রাখবে সৌদি।
Leave a Reply