নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) আট বছর আগে গঠিত ত্রিবার্ষিক কমিটি মেয়াদোত্তীর্ণ হবার ৫ বছর পর সম্মেলন ও কাউন্সিল নতুন নেতৃত্ব সৃষ্টির আশায় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা কাজ করছে।তবে, কাউন্সিল উপলক্ষে প্রণীত কাউন্সিলর তালিকা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তথ্য মতে, ২০১৪ সালে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হন পৌরসভার বর্তমান মেয়র মুজিবুর রহমান আর সাধারণ সম্পাদক হন উজ্জ্বল কর। পরবর্তীতে মুজিবুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হলে পৌর আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন শুরু করেন সহ-সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। নিয়মানুসারে ২০১৭ সালে সেই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়। কিন্তু নানা কারণে আর সম্মেলন হয়নি। তবে, কেন্দ্রীয় আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন ও কাউন্সিল করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল ঘোষণা করেন কক্সবাজারের দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি।
সেই মতেই বৃহস্পতিবার (২৪ মার্চ) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলন উদ্বোধন করবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
অতিথি থাকবেন সাবেক সাংসদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনে সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক রাশেদ, মাহবুবুর রহমান ও নাজনীন সারোয়ার কাবেরী।
২৯২ জন কাউন্সিলরের তালিকা দলীয় কার্যালয়ে টাঙ্গানো হয়েছে। একটি পরিচ্ছন্ন ও গনতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করে দৃষ্ঠান্ত স্থাপন করার কথা প্রচার করা হচ্ছে। কাউন্সিলররা যাকে চাইবেন তারাই সভাপতি- সম্পাদক নির্বাচিত হবেন। সাংস্কৃতিক কেন্দ্রের উম্মুক্ত মাঠে প্রথম অধিবেশনের আলোচনা শেষে বিকেল ৩টায় সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply