প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী দিপু মনি। বৃহস্পতিবার (২৪শে মার্চ) বিকালে নেত্রকোনার মোহনগঞ্জে সুয়াইর ইউনিয়নের আদর্শ নগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘জাগ্রত মুজিব’ উদ্বোধনকালে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শুধু ম্যুরালে নয় প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকতে হবে। আমরা এভাবেই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালু করতে হয়, আমরা তা করবো বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। পরে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক এক আলোচনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুর হাসান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয়রা।
Leave a Reply