কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী পুরুষ আটক করেন।
আটকৃত ব্যক্তি হলেন-টেকনাফ নতুন পল্লান পাড়া ৪নম্বর ওয়ার্ডের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ(৪০) ও তার স্ত্রী খুইল্যা বানু(৩৫)।
এসময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এমন সংবাদের ভিত্তিতে এসআই তোফায়েল এর নেতৃত্বে একদল পুলিশ উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মো. আরিফুল ইসলাম আরিফ সহ তার স্ত্রী খুইল্যা বানু কে আটক করে।পরবর্তীতে তাদের তল্লাশি করে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২৫মার্চ)রাতে টেকনাফ সদর ইউপি ০৪ নম্বর ওয়ার্ড নতুন পল্লান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করা হয়।
তিনি আরও জানান,ধৃত ব্যক্তিদয়ের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply