কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কানজর পাড়ায় ২৮ মার্চ রবিবার দুপুর ২ টার মোশল আলীর পত্র নুরুল আমিনের বাড়িতে আগুনের পুড়ে ছাঁই হয়ে গেছে, স্থানীয় সূত্রে জানা যায় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
নুরুল আমিন জানান,আমার বাড়িতে কেউ ছিল না। হয়তো গ্যাস সিলিন্ডারের লাইন চালু করা ছিল। তাই আগুনের সূত্রপাত হতে পারে। বাড়িতে কেউ না থাকার কারণে বাড়ি থেকে কিছুই বের করা যায়নি। আমার বড় ভাইয়ের বাড়িটিও একে বারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, আমার পাশে প্রতি গ্রামে আগুন লাগার খবর শুনে আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখলাম এলাকাবাসীদের সবার সহযোগিতায় আগুন প্রায় নিয়ন্ত্রণে।এলাকাবাসী সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছেন। তাই এলাকা বাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার গ্রামের নুরুল আমিনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও নুরুল আমিনকে সাহায্য করা হবে। আমি আরো অনুরোধ জানাচ্ছি উপজেলা চেয়ারম্যান এবং এলাকার বিত্তশালীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং এনজিও সংস্থা গুলোদের ও অনুরোধ রইল।
Leave a Reply