এই সমাজে প্রচলিত অপসংস্কৃতি পরিহার করুন।
সামনে মাহে রমজান এই রমজান মাস আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ।
রমজান মাস আসলেই আমরা সবাই আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য নামাজ, রোজা,কুরআন তেলাওয়াত ইত্যাদি করে থাকি।
কিন্তু এই পবিত্র মাস আসলেই মেয়ের বাড়ি থেকে ইফতারি দিতে হয় এইটা আমাদের সমাজের প্রচলিত সংস্কৃতি কিন্তু আপনারা কি একবারও ভেবেছেন এই অপসংস্কৃতির কারণে একজন মেয়ের বাবার সামর্থ্য না থাকা সত্ত্বেও এই প্রচলিত সংস্কৃতি অনুযায়ী ইফতার সামগ্রী যোগাতে কতই না হিমসিম খেতে হয় তা একজন মেয়ের বাবা জানে…..?
এই ইফতার সামগ্রী যোগাতে গিয়ে মেয়ের বাবারা তাদের নিজের ঘরে ঠিকমত ভাল কিছু ক্রয় করতে পারে না এবং ভাল খাওয়াও হই না….?
সামনে মাহে রমজান আসুন আমরা সবাই মিলে এই এই সমাজে প্রচলিত অপসংস্কৃতি পরিহার করি…
——–
জুয়েল সিকদার
Leave a Reply