প্রেস বিজ্ঞপ্তি ::
কক্সবাজারের চাঞ্চল্যকর রিদুয়ান হত্যা মামলার ০২ ও ০৪ নং এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গত ২৮ মার্চ কক্সবাজার সিটি কলেজের গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান সিদ্দিক (১৯) নামক অনার্স ২য় বর্ষের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনাটি কক্সবাজারসহ সাড়াদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উক্ত হত্যাকান্ডের বিষয়ে ভিকটিমের পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৮৯/২১০; তারিখ-৩০ মার্চ ২০২২ খ্রিঃ। ঘটনাটি র্যাব-১৫ অবগত হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ র্যাবের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে উক্ত হত্যাকান্ডের ০২ ও ০৪ নং এজাহারভুক্ত পলাতক আসামী ১। হেরাম আল ছোটন (২৩), পিতা-সেলিম সওদাগর, সাং-টেকনাইফ্যা পাহাড়, রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে কক্সবাজার সিটি কলেজ এলাকা এবং ২। কামাল হোসাইন (২৪), পিতা-রশিদ আহমদ, সাং-রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজারকে চট্টগ্রামের ডাবল মুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে তাদের হড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী কামাল হোসাইনের হেফাজত হতে, ভিকটিমকে ছুড়িকাঘাতে হত্যাকান্ডের সময় ভিকটিমের রক্তের দাগ লেগে থাকা একটি টিশার্ট উদ্ধার করা হয়।
আটককৃত আসামী সংক্রান্তে ইতোপূর্বে কক্সবাজার সদর মডেল থানায় রুজুকৃত মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে হস্তান্তর করা হয়েছে বরে জানান র্যাব কর্তৃপক্ষ।
Leave a Reply