কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জালিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা সহ দু’জন মিয়ানমার নাগরিক কে আটক করে
আটককৃত ব্যক্তির কাছ থেকে থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ও ১কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
আটককৃতরা হল-মিয়ানমার মংডু’র মো. সিরাজ উদ্দিনের পুত্র মো.জুবায়ের আহমদ ( ২২ ) ও একই দেশের মৃত আব্দুল গনির পুত্র মো. রফিক(২৩)।
টেকনাফ ২বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শনিবার(০২ এপ্রিল)ভোর রাতে জালিয়ারদ্বীপ এলাকা নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে ।
উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি হতে,দুইটি বিশেষ টহল দল নাফ নদীর জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান গ্রহণ করে ।
বিজিবি টহলদল একটি নৌকাকে মিয়ানমারের শোয়ারদ্বীপ এলাকা থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তর জালিয়ার দ্বীপের দিকে আসলে নৌকাটি থামানোর সংকেত দিলে একজন পালিয়ে গেলে দু’জন কে আটক করে।
পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে নৌকার ভিতরে পাটাতনের নিচে একটি বস্তার ভিতরে লুকায়িত অবস্থায় ১কেজি ৫৯গ্রাম ক্রিস্টাল মেঘ আইস ও ৫৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক পাচারকারিদের আটক করে।
তিনি আরও জানান,ক্রিস্টাল মেঘ আইস এবং ইয়াবা ট্যাবলেট বহন,পাচার এবং অবৈধ অনুপ্রবেশ এর দায়ে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply