কক্সবাজারে ক্যাম্প পালানোর সময় ৪৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর থেকে উপজেলা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ জানান, আটকরা সবাই টেকনাফ উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের মধ্যে অধিকাংশ নারী। তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে৷ অভিযান অব্যাহত আছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, আটক দালালরা বলেছেন বিভিন্ন প্রলোভন দিয়ে তারা এসব রোহিঙ্গাদেরকে ক্যাম্প থেকে বের করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নিয়ে যায়। এরপর রোহিঙ্গা নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ নানা রকম খারাপ কাজে ব্যবহার করে। পুরুষদের বিভিন্ন কাজে কমিশনের মাধ্যমে টাকা আদায় করা হয়।
উল্লেখ্য, এর আগে সোমবারও পালানোর সময় ১৮৪ জন রোহিঙ্গাকে আটক করে উখিয়া ও টেকনাফ পুলিশ।
Leave a Reply