চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে—তা জানা যাবে আগামী ১০ এপ্রিলের পরে। বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বৈঠকে বসবেন। বেঠক শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার ১০ এপ্রিল ক্যাম্পাসে ফিরবেন। এরপরই মূলত সিদ্ধান্ত আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে।
বুধবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘আগামীকাল বিশ্ববিদ্যালয় পরিষদের মিটিং আছে। সেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করবেন। মিটিংয়ে পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা হবে, যাতে এক বিশ্ববিদ্যালয়ের সময়সূচির সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের সূচির মিল না থাকে। আমরা নির্দিষ্ট একটা সময়সূচি ফিক্সড করেছি। উপাচার্যদের মিটিংয়ের পর ম্যাম ক্যাম্পাসে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
অ্যাকাডেমিক শাখার প্রধান এস এম আকবর হোসাইন বলেন, ‘বৃহস্পতিবার সারা দেশের উপাচার্যরা মিটিংয়ে বসবেন। আমাদের ভিসি ম্যাম মিটিং শেষে ক্যাম্পাসে ফিরলে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ম্যাম ১০ এপ্রিল ক্যাম্পাসে ফেরার কথা রয়েছে।’
উল্লেখ্য, আগামী ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে ডিনস কমিটি। বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ নির্ধারণ করা হয়।
Leave a Reply