টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে দু‘গ্রুপে সংঘর্ষে পুলিশ সহ আহত ২০।
শেখ রাসেল টেকনাফ::
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মাইকে ঘোষনা দিয়ে দুগ্রুপে সংঘর্ষে পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে ।শুক্রবার (৮ এপ্রিল )জুমার নামজের পরে টেকনাফের হ্নীলা ইউপির মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে ।এসময় উভয় পক্ষের ১৫-২০ আহত হয়েছে বলে বলে জানা গেছে । আহতদের মধ্যে দুই জন পুলিশ সদস্যও রয়েছে ।আহতরা হলেন,বাদশাহ মিয়া,জাগির হোসেন,শফিক,আব্দুল্লাহ,সরওয়ার ও মোহাম্ম্দ আলী ,দুই পুলিশ সদস্যরা হলেন-কনস্টেবল হিমেল হোসেন ও শাহরিয়ার ।পরে টেকনাফ মডেল থানার ওসিসহ পুলিশের একটি টিম ও র্যাব সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্তণে আনে ।সুত্র জানায় ,শুক্রবার সকালে ১০টার দিকে টমটম গাড়ির সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগে ,এই ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয় ।এলাকার মেম্বারসহ মান্যগণ্য ব্যক্তিগণ বসে সমাধানের আশ্বস দিয়ে জুমার নামাজের পরে বৈঠকের সিদ্ধান্ত হয় ।

হঠাৎ জুমার নামাজের পরে স্থানীয় মেম্বার বেলাল উদ্দীনের নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষানা দিয়ে আবারো পরিস্থিতি ঘোলাটে করে বড় সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ ।এতে পুলিশসহ অন্তত ১৫-২০ জন মতো আহত হয় ।স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা জানান, সকাল ১০টা দিকে টমটমের সঙ্গে ধাক্কা লাগায় কথা কাটাকাটি হয়,জুমার নামাজের পরে বিচার হওয়ার কথা ছিল ,কিন্তু জুমার নামাজের পরে স্থানীয় মৌলভী বাজার ২ নাম্বার ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দীনের নেতৃত্বে আবারো মাইেেক ঘোষনা দিয়ে পরিস্থিতি উক্তপ্ত করে দেয় ।যার ফলে উভয় পক্ষে দা ,কিরিচ নিয়ে মারামারির লিপ্ত হয় ।পরে টেকনাফ মডেল থানায় খবর দিলে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
এবিষয়ে জানতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ হাফিজুর রহমানকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
Leave a Reply