শাহী কামরানঃ
গোল্ডেন জেনারেশন কর্তৃক আয়োজিত ‘সুরা ফাতিহা মিশনের’ কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়ন হতে অংশগ্রহণ করেন ৫২৭ জন পরীক্ষার্থী।
ঐতিহাসিক অর্থসহ কোরআন প্রতিযোগিতার পরীক্ষা গত ২২ই এপ্রিল (শ্রুক্রবার) বাংলাবাজার আইডিয়াল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
আজ ২৫এপ্রিল অর্থসহ সূরা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ,ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, এড সৈয়দ রেজাউর রহমান রেজা সহ আরো অনেকে।
আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ছাত্র,যুবক,তরুণরা যখন মাদকে আসক্ত হচ্ছে আশংকাজনক হারে, কিশোররা জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং নামক মারাত্মক অপরাধে ঠিক তখনই গোল্ডেন জেনারেশন আগামীর প্রজন্মকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং নামক ভয়ানক অপরাধ হতে রক্ষা করে আলোকিত মানুষ গড়ার লক্ষ্য শুরু করেছে অর্থসহ কোরআন প্রতিযোগিতা।
যারা প্রতিযোগিতার আয়োজক তারা নিজেদের অর্থ,সময়,শ্রম ও মেধা দিয়ে বিগত তিন মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে পি এম খালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে কোরআন পড়ার, অর্থ শিখার গুরুত্ব বুঝিয়ে প্রায় পাঁচ শতাধিক ছেলেমেয়েকে পবিত্র রমজান মাসে কোরআন শিখতে উদ্বুদ্ধ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারা সত্যিই প্রশংসার দাবিদার।
শত প্রতিকূলতার মধ্যেও গোল্ডেন জেনারেশনের সদস্যদের এত বড় পবিত্র আয়োজনে আইডিয়াল শিক্ষা পরিবার / আইডিয়াল গ্রুপের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সফলতা কামনা করেন।
আগামী ২৮ এপ্রিল, ২৬ রামাদান্ পবিত্র লায়লাতুল কদরের দিনে ভারুয়াখালীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গোল্ডেন জেনারেশন অনুরুপ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে।
More News .....
Leave a Reply