প্রেস বিজ্ঞপ্তিঃ
ইয়াসিদ ও মেগামার্টের যৌথ আয়োজনে সপ্তাহ ব্যাপী চলমান ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে।
রমজান জুড়েই ইয়াসিদ কাজ করে গিয়েছে সমাজের অসহায়, সাহায্যপ্রাপ্তি মানুষদের জন্য। রমজান মাসের শেষ সপ্তাহকে কেন্দ্র করে মেগামার্টের সহযোগিতায় ইয়াসিদ বাজারঘাটা, হাসপাতাল এলাকা এবং শপিংমল এলাকায় অসহায় মানুষদের খাবার বিতরণের ব্যবস্থা নেয়। এই কর্মসূচিটি ২৬ শে এপ্রিল থেকে শুরু হয়ে ২রা মে পর্যন্ত অব্যাহত ছিল। নিয়মিত শতাধিক অসহায় মানুষ তথা রিকশাচালক , ভিক্ষুক, সুবিধা বঞ্চিত পথচারী সহ প্রায় অর্ধ-সহস্র মানুষদের ৬ দিন ইফতার আইটেম এবং একদিন ফাতিয়া উপলক্ষে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে প্রতিদিন ইয়াসিদের ৪জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।
ইয়াসিদের প্রধান কায়সার হামিদ জানান, “আমরা সবসময় মানুষের সহযোগিতায় পাশে থাকার চেষ্টা করেছি । তাদের সন্তুষ্টিই আমাদের সার্থক করে। ভবিষ্যতেও আমরা মানুষদের জন্য এইভাবে কাজ করে যেতে চাই।”
Leave a Reply